Icon
Icon

সভাপতির শুভেচ্ছা বক্তব্য

আসসালামু আলাইকুম,

চাঁদপুর জেলা সমিতি, চট্টগ্রাম-এর সাধারণ সদস্য ও চট্টগ্রামস্থ চাঁদপুরবাসী সকলকে জানাচ্ছি সুস্বাগতম, আন্তরিক অভিনন্দন এবং অকৃত্রিম ভালোবাসা। আমাদের প্রাণপ্রিয় সংগঠন চাঁদপুর জেলা সমিতি, চট্টগ্রাম ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ৪১ বছরে পদার্পণ করেছে। ১৯৮৫ সালে জনাব মিসবা উদ্দিন খান’কে সভাপতি ও জনাব আলী আহাম্মদ সরকার’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। বর্তমানে ৬০০-এর অধিক সদস্য নিয়ে এটি একটি বৃহৎ সেবামূলক সংগঠনে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে যাদের হাত ধরে এই সংগঠনটি আজকের অবস্থানে এসেছে, তাঁদের সকলকে জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

সভাপতি হিসেবে এই গুরুদায়িত্ব পালনের সুযোগ তৃতীয়বারের মতো পাওয়ায় আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি স্মরণ করছি আমাদের সহকর্মী ও গুণীজনদের যারা আজ আমাদের মাঝে নেই। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

যারা বার্ধক্যজনিত কারণে অসুস্থ, আমি তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাঁদের পেশাগত অভিজ্ঞতা ও পরামর্শে আমাদের সংগঠন আরও বিকশিত হয়েছে।

আমাদের সংগঠনে গণতান্ত্রিক রীতিনীতি চর্চা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বর্তমান নির্বাহী পরিষদ প্রতিজ্ঞাবদ্ধ।

পরিশেষে, আসুন ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমাদের প্রিয় সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাই। “চাঁদপুর জেলা সমিতি, চট্টগ্রাম” এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

“চাঁদপুর জেলা সমিতি দীঘজীবি হোক”
(মোঃ মোস্তফা তালুকদার) সভাপতি