আসসালামু আলাইকুম,
চট্টগ্রামে বসবাসরত চাঁদপুরবাসীর মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যে ১৯৮৪ সালে কিছু সংখ্যক দূরদৃষ্টি সম্পন্ন অগ্রসরমান মানব হিতৈষী ব্যক্তিদের নিরলস প্রচেষ্টায় চাঁদপুর জেলা সমিতি, চট্টগ্রাম প্রতিষ্ঠিত হয়। তাদেরকে আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। জীবন - জীবিকার অন্বেষণে বিপুল সংখ্যক চাঁদপুরবাসী চট্টগ্রামের বসবাস করেন কিন্তু নগণ্য সংখ্যক মানুষ সমিতির সদস্য হয়েছেন। আমরা সবাইকে সমিতির সদস্য হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একে অপরের সুখ-দুঃখের সাথী হব। আমরা চাঁদপুরবাসী সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, পারিবারিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।